৭ মার্চ-১৫ আগস্ট দিবস বাতিলের প্রতিবাদে সমাবেশে হামলা

আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


৭ মার্চ ও ১৫ আগস্ট (শোক দিবস) দিবস বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। তবে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।



শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মী। এ সময় পাশ থেকে ১৫-২০ জন আখ, বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। সংগঠনের লোকদের পিটিয়ে তাড়িয়ে দেয়।

অভিযোগ করে সংগঠনটির সদস্য হুমায়ুন কবির বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হন। যার মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসূত্র: জাগোনিউজ

 

Exit mobile version