৭ মে অন্তর্বর্তী জামিন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল

আপডেট: মে ৫, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


অন্তর্বর্তী জামিন পেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটে তিনি যাতে প্রচার করতে পারেন সেজন্যেই জামিন পেতে পারেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী ৭ মে ইডি ও কেজরিওয়ালের আইনজীবী যেন অন্তর্বর্তীকালীন জামিনের জন্য তৈরি হয়ে আসেন।

আবগরি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর নিম্ন আদালতে স্বস্তি না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরি। তিনি ছিলেন তৃতীয় আপ নেতা যাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এদিন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এই গ্রেফতারি বৈধ নয়। ইডির সমনে হাজিরা দেননি কেজরিওয়াল, এর মানে এই নয় যে, তাঁকে গ্রেফতার করতে হবে।

আদালত এদিন বলেন, এই মামলায় আরো সময় দিতে হবে। আমরা কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করতে পারি কারণ এখন ভোট চলছে। আগামী মঙ্গলবার (৭ মে) এবিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আদালত এমনভাবে কাজটি করতে চায় যেন কোনো পক্ষের কোনো সমস্যা না হয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version