মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশািমক ৪। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষয়তির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। তিব্র এই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানে। এছাড়াও সুনামি সতর্কতা জারি হয়েছে দক্ষিণ জাপান ও ফিলিপাইনে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭:৫৮ মিনিট নাগাদ ব্যাপকভাবে কেঁপে ওঠে কার্যত পুরো তাইওয়ান। পাশাপাশি দক্ষিণ জাপানেও ব্যাপক কম্পন অনুভূত হয়। বিজ্ঞানীদের দাবি, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়ন শহরের থেকে ১৮ কি.মি দক্ষিণে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৪ দশমিক ৮ কি.মি গভীরে। মার্কিন বিজ্ঞানীদের পক্ষে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৪ বলে দাবি করা হলেও, জাপানের আবহাওয়া দপ্তরের দাবি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫।
এদিকে সকাল থেকে এই ভূমিকম্পের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, একটি উঁচু ভবন পুরোপুরি সামনের দিকে হেলে পড়েছে। চারদিকে ধুলোর ঝড়, সাধারণত বাড়ি ভেঙে পড়লে এ ধরনের পরিস্থিতি দেখা যায়। আরো একটি ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের জেরে দুলছে ব্রিজ। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে শেষবার এমন ব্যাপক ভূমিকম্প দেখা হয়েছিল তাইওয়ানে। সেবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৬। তাইওয়ানের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যায়। এরপর বুধবার সকালে ভয়াবহ এই ভূমিকম্পে সুনামির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আতঙ্কিত সাধারণ মানুষ।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন