৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন

আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে দেশটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের সঙ্গে লড়াই করছে।
দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) বলেছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আগামী ভচরের ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক সরকার আছে। চলতি বছরের ৯ আগস্ট সংসদ বিলুপ্ত হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে।
সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান নির্বাচন কমিশন বলেছিলেন, সর্বশেষ আদমশুমারির পর নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য সময়ের প্রয়োজন হবে।

নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিলেন, এটি সাংবিধানিক বাধ্যতামূলক। সর্বশেষ জনসংখ্যা গণনা অনুসারে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করার পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ প্রক্রিয়ার জন্য কমপক্ষে চ৪ মাস সময় প্রয়োজন।

দেশটিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রয়েছেন আনোয়ার-উল-হক কাকার।

তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ