অবরোধে স্বাভাবিক নগরী, কড়া নজরদারিতে পুলিশ

আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে স্বাভাবিক রয়েছে মহানগর ও উপজেলার বিভিন্ন এলাকার পরিস্থিতি। অন্যান্য দিনের মতোই বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

এছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ বাহিনীকে কড়া নজরদারিতে থাকতে দেখা গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিনে রেলগেট, আম চত্ত্বর, জিরো পয়েন্ট, কোট বাজার ও বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এছাড়াও অবরোধের সমর্থনে সকাল থেকে এসব এলাকায় কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি কাউকে।

তবে সড়কে মানুষের উপস্থিতি ও অনেক জায়গাতেই গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। অধিকাংশ দোকানপাট, বিপণিবিতান বন্ধ দেখা গেছে। যেসব দোকান খুলেছে, সেগুলোতে ক্রেতা সেভাবে দেখা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ