বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
নির্ধারিত সময়ের ১ মাস পর অবশেষে ঈশ্বরদীতে বোরো চাল সংগ্রহ অভিযান সোমবার (৮ জুন) শুরু হয়েছে। ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে এ উপলক্ষে ঈশ্বরদী খাদ্য গুদাম চত্বরে সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা তারিকুল ইসলাম, মুলাডুলি খাদ্য গুদামের ম্যানেজার ওমর ফারুক, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক জুলমত হায়দার, জেলা চালকল মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান রতন, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, স্বপন কুমার কুন্ডু, সেলিম সরদার প্রমুখ।
ঈশ্বরদী উপজেলায় গত ৮ মে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। ঈশ্বরদী উপজেলায় চাল সরবরাহের জন্য তালিকাভুক্ত ৪২৫টি চাল কলের মধ্যে অসংখ্য বন্ধ ও ভূয়া চাল কলের নাম অবৈধভাবে তালিকাভুক্ত করার অভিযোগে গত ১১ মে সোনার দেশ পত্রিকায় ‘সরকারি চাল সংগ্রহে কর্মকর্তাদের নয়ছয়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে পাবনা জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে চাল সংগ্রহ অভিযান স্থগিত হয়ে যায়। অবশেষে একমাস পর ‘চাল সরবরাহের জন্য অযোগ্য’ বলে চিহ্নিত প্রায় অর্ধশত চালকলকে এবার চাল সরবরাহ তালিকার বাইরে রেখে চাল সংগ্রহ শুরু করা হলো। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক জানান, এ বছর ঈশ্বরদীতে ১৫ হাজার ১৮২ মে. টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।