অভিনব কায়দায় হেরোইন বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট: জানুয়ারি ২৮, ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে অভিনব কায়দায় ২০০ গ্রাম হেরোইন বহনের জন্য এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তির নাম এমদাদুল হক (২৪)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া তাজেন্দ্রপুর এলাকায়। তার বাবার নাম মজিবুল হক এবং মায়ের নাম জরিনা বেগম।
বোয়ালিয়া মডেল থানার এসআই আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাস টার্মিনালের একটি খাবারের হোটেল পাশে থেকে এমদাদুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের হাতলের ভিতরের স্পঞ্জ কেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এমদাদুল গোদাগাড়ী থেকে যাত্রীর ছন্দবেশে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
তিনি আরও জানান, এই ঘটনায় এমদাদুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।