আগুন মরণ

আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

তন্ময় নিসার

আকাশ থেকে আগুন পড়ে
দিনে রাতে। বাহির-ভিতর সবখানে
অলি-গলি, পথ-ঘাট, মাঠ-প্রান্তর
সবখানে বিভীষিকা। মৃত্যুর যন্ত্রণা

ওরা মানুষ নয়, হায়েনা-জাতক
ঘর-বাড়ি জ্বালিয়ে, জ্বালিয়ে চলেছে
মানবতা, স্তব্ধ বিবেক। প্রলম্বিত মরণ

পুড়ে পুড়ে মরে যারা, তারা মরে না
বারংবার জাগে, মুখরিত জনতার আগে
মনুষ্যেত্বের মহান রাগে।
তারা অমর, অমর তাদের লৌহ গড়ন।

Exit mobile version