আজ শহিদ দুলাল দিবস

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


আজ ৫ ডিসেম্বর। শহিদ দুলাল দিবস। ৯০ এর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই দিনে সামরিক স্বৈরাচার পুলিশ ও গুন্ডা বাহিনীর গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেছিলেন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম দুলাল। প্রতিবছর দিনটিকে শহীদ দুলাল দিবস হিসেবে পালন করে আসছে রাজশাহী ছাত্রলীগ। আজ সোমবার ছাত্রলীগ নেতা ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক স¤পাদক রফিকুল ইসলাম দুলালের ২৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ ও শহীদ দুলালের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে শোকর‌্যালি। শোকর‌্যালি শেষে শহীদ দুলালের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে। এসব কর্মসূচিতে নগর ছাত্রলীগের নেতাকর্মী, থানা ইউনিট ও কলেজ ইউনিটসহ ছাত্রলীগের সবস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষে আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ