রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে তেজনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে সভাপতি ও লাকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে শীষ মোঃ শফিউল্লাহ, মোবারক হোসেন, তারিকুল ইসলাম,,আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল মালেক, রেজাউল করিম, আশরাফুজ্জামান, মালেকা বানু, নূরজাহান খাতুনকে নির্রাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আব্দুল লতিফ, সম্পাদক তুহিন হোসেন, মর্জিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক রোখসানা আফরোজ, সহঃ সাংগঠনিক সম্পাদক, গোলাম মর্তুজা লিটন, দপ্তর সম্পাদক এটি কে এম সাখাওয়াত, অর্থ সম্পাদক রেজাউল হক, তথ্য ও প্রচার সম্পাদক কেশব কুমার, কাব বিষয়ক সম্পাদক তারেক মাহবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোলাইমান আলী, সমবায় বিষয়ক সম্পাদক এ কে এম মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা রানী, সহ- মহিলা বিষয়ক সুমাইয়া শরিফ।
এছাড়া কো-অপট সদস্য হিসাবে রয়েছন কহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রোকনুজ্জামান, আমিনুল ইসলাম,সফিউল ইসলাম, ইসরাত হোসেন মৌসুমী।