আনন্দ, দূরের নয়

আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ণ

আফ্ফা আমরীন


কতদিন ভোর দেখিনা
একথা বলার সাহস যখন তুমি করলে
আমি তখন নির্বাাক।
অথচ তুমি দিনের আলোই আমার
দু’হাত ধরে অঙ্গীকার করেছিলে
সব পরিস্থিতিতে ‘আমি তোমার’
তাহলে, এই একটু রাত !

এ বাস্তব, আমার রক্তে ছিলো
তাই, তা জেনেই নামলাম পথে
পশ্চাতে দেখি, পূবের সূর্যটা উঠছে
আমার সাথে সাথে সাথে, আমার
কথা মেনে নিয়ে আমার ঠোঁটে
এনে দিলো বিজয়ে হাসি।

আর তুমি, সরে গেলে অনেক দূরে
দূর হতে আরও দূরে…