রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আফগানিস্তানের গোল যোগপূর্ণ কান্দাহার প্রদেশে বুধবার ন্যাটো সৈন্যদের বহনকারী একটি গাড়ি বহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, ‘দুপুরে কান্দাহারের দামান এলাকায় বিদেশী সৈন্যদের একটি বহর লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।’
ন্যাটো এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের একটি বহরে হামলা চালানো হয়েছে এবং এতে ‘হতাহতের ঘটনাও ঘটেছে।’