শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৪২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কানসাট ব্রিজের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইদ্রিশ আলী (৫৫) নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। অটো ভ্যানে করে আমের ক্যারেটে ফেনসিডিল পাচারের খবর আসে। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।