আ’লীগের জনসভায় নারীদের ঢল

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ সফল করতে মাদ্রাসামাঠে নারীদের ঢল নেমেছিলো। রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯ টা থেকেই মাদ্রাসামাঠের প্রধান ফটক দিয়ে নারীরা প্রবেশ করতে থাকে। এই গেটটি নারীদের জন্যই নির্ধারিত ছিলো। ছোট ছোট মিছিল নিয়ে নারীরা সমাবেশে প্রবেশ করছিলেন।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। যেখানে নারীদের অংশগ্রহণ নজরকাড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

নারী নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক কিছু দিয়েছেন। রাজশাহীজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে, তার যে ভূমিকা সেটা যুগান্তকারী। তিনি নারীর উন্নয়নে যেভাবে কাজ করেছেন, তা এ অঞ্চলের নারীরা ভুলে যায় নি। তাই প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন।

নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, আমরা রাজশাহী বিভাগের মানুষ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই ও তার প্রতি সমর্থন নিয়েই সমাবেশে এসেছি।

সাবেক প্রতিমন্ত্রী বেগম আখতার জাহান বলেন, নারীর ক্ষমতায়ণে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজের মাঝে জাগরণ তৈরি হয়েছে। নারীকে আত্মনির্ভরশীল করতে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছে। আর এটিকেই সমর্থন জানিয়েই আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নারীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো।

এছাড়া সমাবেশে বক্তব্যের শুরুতেই নারীদের শুভেচ্ছা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ