বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার কুমারপাড়াস্থ দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনাসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভা ও দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও নাঈমুল হুদা রানা, দফতর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, বন ও পরিবেশ সম্পাদক নকিবুল ইসলাম নবাব, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম দোলন, সদস্য এনামুল হক কলিন্স।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দীন খান, ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি জসির উদ্দীন, ৩০ নম্বর (দক্ষিণ) ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ৬ নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক শামীম, নগর জাতীয় শ্রমিক লীগ যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন প্রমুখ।
সভায় বক্তব্য দেন, জাতীয় শ্রমিক রাজশাহী মহানগর শাখার সভাপতি বদরুজ্জামান খায়ের, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্মসম্পাদক আবুল কাশেম মিথন ও সাইফুল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক সামিউল হক রাব্বি, প্রচার সম্পাদক সালাউদ্দীন আল সবুজ।
সভায় দোয়া পরিচালনা করেন, মাওলানা ইলিয়াস আলী। দোয়া শেষে শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।