ইমরানের বিরুদ্ধে অভিযোগ তুলে পিটিআই থেকে বহিষ্কার গুলালাই

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের একদিনের মাথায় দল থেকে বহিষ্কার করা হয়েছে এমএনএ আয়েশা গুলালাইকে। একই সঙ্গে দেশটির জাতীয় পরিষদের আসন থেকে গুলালাইকে পদত্যাগ করতে বলা হয়েছে।
গুলালাইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকা- ও আচরণ করেছেন তিনি। দলের প্রধানের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুরুতর অভিযোগ তুলেছেন। দল মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থীকে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছেন গুলালাই।
পিটিআই-এর সাধারণ সম্পাদক জেহাঙ্গির তারিন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনার দলের সদস্যপদ বাতিল করা হলো।
সাতদিনের মধ্যেকেন তার সদস্যপদ বাতিল করা হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।  একই সঙ্গে সংবিধানের ৬৩এ অনুচ্ছেদে জাতীয় পরিষদের নারী আসন থেকে পদত্যাগের জন্যও বলা হয়েছে।
এর আগে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, পদত্যাগে রাজি না হন হলে গুলালাইকে ডি-নোটিফাই করতে দেশটির নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবে।
মঙ্গলবার পাকিস্তানের সাবেক ইমরান খান ও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ওই দলেরই সাবেক নেত্রী আয়েশা গুলালাই। তার অভিযোগ ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন। তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে ‘চরিত্রহীন’ বলেও অভিহিত করেন তিনি।
গুলালাই এই অভিযোগ উত্থাপনের পর ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশন বরাবর একটি পিটিশন দায়ের করা হয়েছে। দলের নারী নেত্রীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তাকে অযোগ্য ঘোষণা করতে বুধবার (২ আগস্ট) পিটিশনটি করেছেন আইনজীবী রাজা বাশারাত। একইদিন পিএমএল-এন এর নেত্রী হিনা পারভেজ ভুট্টোও গুলালাই’র অভিযোগের প্রেক্ষিতে সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের আওতায় ইমরানকে অযোগ্য ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।
এদিকে, গুলালাইকে এক সাবেক পিটিআই কর্মী নামে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে দলের প্রধানের ভাবমূর্তি ক্ষুন্ণ করায় ৩০ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ, শর্তহীন ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও পিটিআইয়ের পক্ষ থেকে নোটিশের সঙ্গে কোনও ধরনের সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

এ বিভাগের অন্যান্য সংবাদ