মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
তন্ময় নিসার
আর পাঁচটা ভোরের মতো
এই ভোরটা না। ওহ, ভোর গড়িয়ে
এ দেখি অনেক বেলা। সকালটা না হয়
একটু ভারি, একটু কড়া মিষ্টি ভালো
আলো সব একাকার হয়ে আছে
আমাদের সাথে আর আমি !
নেই আমার ভেতর আছি এই সকালে
ইদের ভেতর। ঘোর লাগা আনন্দের ভেতর
তুমি একটু থেমে যাও। দেখে যাও আনন্দ ছবি
এ আমার একার নয়। এ হলো সবার
আমি রাখিনি আমার ভেতর। বিলিয়েছি দুই হাতে
তুমিও কী তাই ? ফুরানোর দলে
এসেছো পূর্ণতা খুঁজে নিতে ? ও আলো নেমে এসো
বিনতি তোমার কাছে।