শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাঁড়াগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ভাঙচুর করেছে তা বলতে পারেনি মিলন চৌধুরীর বাড়ির লোকজন ও পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে কাউকে পায়নি। স্থানীয়রা জানান, রাতে ভাঙচুরের শব্দ শুনে সেখানে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়েও কাউকে দেখতে পাননি। মিলন চৌধুরীর মা জানান, বেশ কিছু মোটর সাইকেল আরোহী দুর্বৃত্ত্বরা জানালার কাঁচ ভেঙে হুমকি ধামকি দেয়, ঘরের বাইরে আসতে আসতেই তারা দ্রুত মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায়, তিনিও তাদের কাউকে তিনি চিনতে পারেননি বলে জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিলন চৌধুরীর বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাটি তদন্ত করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।