শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাকশীর চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ এর শতবর্ষ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে ওই স্কুলের এসএসসি ’৮৭ ব্যাচের রেজিস্ট্রেশন উৎসব শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। পাকশী রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে মত বিনিময়, রেজিস্ট্রেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও পাকশীর সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম হব্বুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তনীর সাধারণ সম্পাদক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু। বক্তব্য দেন শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজা, এসএসসি ৮৭’ ব্যাচের প্রাক্তনী আশরাফুজ্জামান উজ্জল, সেলিম সরদার, মো. সোহরাব হোসেন, মিজানুর রহমান মহলদার, সাইফুল ইসলাম শামিম, আতিকুর রহমান বাবলু, হাজি রিয়াজুল হক লিটন, মেরাজুল ইসলাম মেরাজ, আব্দুস সালাম প্রমুখ।