বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার পর এবার বিদেশিদের আবাসন এলাকা গ্রিন সিটির সামনে সড়ক ও জনপথের জায়গায় স্থাপন করা প্রায় দেড়শো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে এ রিপোর্ট লেখার সময় (বিকেল ৪টা পর্যন্ত) কয়েকটি চাইনিজ রেস্টুরেন্ট, দোতলা বাসভবন, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমলসহ প্রায় দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঈশ্বরদীর গ্রিন সিটি এলাকায় বসবাসরত প্রায় ৫ হাজার বিদেশি নাগরিকদের নিরবচ্ছিন্ন বসবাস এবং আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং রূপপুর প্রকল্পের নিরাপত্তার স্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিজস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ। উপজেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ যৌথভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এর আগে গত শনিবার রূপপুর প্রকল্প এলাকার আশেপাশে রূপপুর মোড়ে অভিযান চালিয়ে আরো ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবীর কুমার দাশের নেতৃত্বে এসময় অপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহাদৎ হোসেন খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ (সওজ) পাবনার উপবিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সুবীর কুমার দাশ জানান, রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ মুখে এবং গ্রীণ সিটি আবাসিক এলাকার সামনে সড়ক ও জনপথের জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল। প্রকল্পের নিরাপত্তার স্বার্থে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।