ঈশ্বরদীতে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


তীব্র তাপদাহ ও অসহ্য গরমে পাবনার ঈশ্বরদীতে জনজীবন বিপর্যস্ত। গত ১২ দিন ধরে ঈশ্বরদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে। তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বরদীতে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদীতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আমবাগান মাদ্রাসার শিক্ষক হাজী মোঃ আব্দুল হান্নান। নামাজ শেষে ঈশ্বরদীসহ দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, ঈশ্বরদীতে ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এক টানা তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। বুধবারও (২৪ এপ্রিল) ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা গত ২১ এপ্রিল ৪২ ডিগ্রী রেকর্ড করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version