মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী যুবলীগ নেতা মোঃ আক্তারুজ্জামান মিঠু মাল এবং মোঃ শামীম প্রামানিককে গ্রেপ্তার করেছে র্যাব। পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তাদের দুজনকে শুক্রবার রাতে ঈশ্বরদীর সাহাপুর ও আরামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। মিঠু সাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাহাপুরের গড়গড়ি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। গ্রেপ্তার শামীম প্রামানিক সাঁড়া ইউনিয়ন যুবলীগের নেতা ও ওই আরামবাড়িয়ার মৃত ইলিয়াছ প্রামানিকের ছেলে। আদালতের মাধ্যমে গতকাল শনিবার তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, এর আগে এই মামলার আসামী সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, পৌরসভার সাবেক কাউন্সিলর ইউসুফ প্রধানসহ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের হামলার দায়ে থানায় দায়ের করা মামলায় ১৮ আসামীকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, গত ৪ আগষ্ট ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৫ আগস্ট নজরুল ইসলাম নামে যুবদলের এক কর্মী সাবেক এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।