ঈশ্বরদীতে সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

আপডেট: মার্চ ১১, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :পাবনার ঈশ্বরদীতে অবৈধ যানবাহনের (কুত্তা গাড়ি) নিচে চাপা পড়ে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক মোটর সাইকেল চালক প্রাণ হারিয়েছেন সড়কে। সোমবার (১১ মার্চ) ঈশ্বরদী শহরে পশ্চিমটেংরি রেনেসা ক্লাবের সামনে ঈশ্বরদী-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান রাজশাহীর বাঘা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে ঈশ্বরদী অঞ্চলে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে মোটর সাইকেল চালিয়ে তিনি বাঘা থেকে ঈশ্বরদীতে আসছিলেন।

এসময় বিপরিত দিক থেকে স্যালো ইঞ্জিন চালিত একটি অবৈধ যানবাহন (কুত্তা গাড়ি) এর ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version