রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে সোমবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইন্সটিটিউট প্রশিক্ষণ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। ঈশ্বরদীর জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাক আহমেদ কিরনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বিএসআরআই এর পরিচালক ড. কুয়াশা মাহমুদ, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এসএম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সহসভাপতি কে.এম. আবুল বাশার, ঈশ্বরদী সাহিত্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংবাদিক ইমাম হাসান মুক্তি, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক শহীদুল হক শাহীন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামালকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।