ঈশ্বরদীর যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার আসামি সজিব গ্রেপ্তার

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীর রূপপুরে চাঞ্চ্যলকর যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মোঃ সজিব ওরফে ‘কাল্টন সজিব’কে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাকশীর বাঘইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। সজিব পাকশীর টাংকির মোড় এলাকার মোঃ আবুল কাশেম ঘরামির ছেলে, সে আলোচিত যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত ৯নং আসামী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামী সজিবকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারের হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বালুর ব্যবসা ও রাজনৈতিক পূর্বশত্রুতা, চাঞ্চল্যকর যুবলীগ কর্মী টুনটুনি’র হাতকাটা ও টুনটুনির ছোট ভাই আরেক যুবলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যাকান্ডের জের ধরে পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের ওই যুবলীগ কর্মীকে গত সোমবার সকালে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় দিয়াড় বাঘইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা।

তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় সূত্র। সজিবকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলায় শুক্রবার পর্যন্ত ৩ জন এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হলো বলে নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন সজিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ