ঈশ্বরদী রেল ইয়ার্ডের স্লিপারে আগুন নাশকতা কিনা খতিয়ে দেখছে রেল

আপডেট: মে ৬, ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে জমিয়ে রাখা স্লিপারের স্তুুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) রাত ৮টার দিকে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডের নিকট এ ঘটনা ঘটে। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও ৮-১০টি স্লিপার পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

প্রাথমিকভাবে দমকল বাহিনীর সদস্যরা এটি ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে জানালেও বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈশ্বরদী দমকল বাহিনীর দলনেতা মকলেছুর রহমান বলেন, রাত ৮:২০ মিনিটে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে জংশন স্টেশন ইয়ার্ডে কাঠের স্লিপারে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে দ্রুত রেল ইয়ার্ডে গিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে মকলেছুর রহমান জানান, আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বেশ কয়েকটি স্লিপার পুড়ে গেছে। ফেলে দেয়া বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনা সম্পর্কে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন সুপার (এসএস) মহিবুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো ক্ষতি না হলেও এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version