উত্তরবঙ্গের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় এখন মরণ ফাঁদ!

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:৩৭ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


দাশুড়িয়া ট্রাফিক মোড়ের দৃশ্য -সোনার দেশ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৫ বছর ধরে জনগুরুত্বপূর্ণ এই ট্রাফিক মোড়টির সংস্কার না হওয়ায় বর্তমানে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। ট্রাফিক মোড়টির বর্তমান অবস্থা এতোটাই খারাপ যে সেখানে মহাসড়কের চিহ্ন টুকুও মুছে গেছে। ফলে জীবনের চরম ঝুঁকি নিয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের এবং ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচল করছে হাজার হাজার যানবাহন। এছাড়াও দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বহণ করা হচ্ছে এই মোড় দিয়েই। সংস্কারের জন্য বারবার আন্দোলন করা হলেও কোন উদ্যোগই নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিদিন ১৫ থেকে ২০টি বিভিন্ন ধরনের যানবাহন উল্টে ট্রাফিক মোড়টি উভয় পার্শ্বে প্রায় পাঁচ সাত কিলোমিটার পর্যন্ত তীব্র যানযট লেগে থাকে।
চলাচলের অযোগ্য হওয়ায় প্রায় দুই মাস হলো সিএনজি, অটোরিক্সাসহ ছোট ছোট সব ধরণের যানবাহন ট্রাফিক মোড় দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। চলতি বর্ষা মওসুমে ট্রাফিক মোড়টির বেহাল দশা আরও করুন পরিনতিতে পৌঁছেছে। কর্দমাক্ত ঘোলাটে অস্বস্তিকর পানির কারণে স্থানীয় ব্যবসায়ীরাও গুটিয়ে নিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য। এবিষয়ে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, ইতোমধ্যেই জনগুরুত্বপূর্ণ ওই ট্রাফিক মোড়টি সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দফতরে এবং স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রীর কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন, সড়ক-মহাসড়কগুলোর করুন অবস্থা বিবেচনা করে সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন পাঠানো হবে। সে অনুযায়ী কাজ শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ