একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নগর নেতৃত্বে চঞ্চল-তামিম, জেলায় বরজাহান-জোছনা

আপডেট: অক্টোবর ২২, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে সংগঠনটির নারী-যুব ও ছাত্র ইউনিটের কমিটি ঘোষণা করা করা।
এর আগে শনিবার (২১ অক্টোবর) জেলা ও মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রধান অতিথি থেকে এই কমিটি ঘোষণা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

এতে মহানগরের সভাপতি হয়েছেন আবদুল লতিফ চঞ্চল ও সাধারণ সম্পাদক হয়েছেন তামিম শিরাজী। জেলায় সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাড. জোছনা আরা।

এছাড়াও নারী ইউনিটের সভাপতি হয়েছেন হালিমা কুমকুম, সাধারণ সম্পাদক হয়েছেন সায়মা বিথী। যুব ইউনিটের সভাপতি হয়েছে মহিউদ্দিন মিটু সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হোসেন। স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি হয়েছেন ইখতিয়ার প্রামাণিক সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান।