বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
প্রথম ভূমিধসের কয়েক মিনিট পর দ্বিতীয় ধস। প্রথম ঘটনার পর যাঁরা ধসে চাপা পড়েছিলেন, তাঁদের উদ্ধার করতে এসে মর্মান্তিক পরিণতি হল উদ্ধারকারীদের। পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় পরপর দু’টি ভূমিধসে মৃত বেড়ে ২২৯ জন। এখনও নিখোঁজ বহু। মৃতদের মধ্যে ১৪৮ পুরুষ ও ৮১ জন নারী। ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক অন্তঃসত্তা ও নাবালক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিধসের ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলের গোফা জোনের কেনচো-শাচা এলাকায়। সোমবার প্রথম ভূমিধসের পর সংলগ্ন একটি এলাকায় আশ্রয় নেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষকরা। দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঠিক সেখানেই ঘটে। ধসের জেরে মাটি, পাথরের নিচে চাপা পড়েন সকলে। টানা দু’দিন ধরে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২২৯ জনের মৃতদেহ উদ্ধারকাজ করা গেছে।
ইথিওপিয়া সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়েই অধিকাংশ উদ্ধারকারী মাটির তলায় চাপা পড়েন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ভারি বৃষ্টির মাঝেই চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত মাত্র পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
প্রসঙ্গত, প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির জেরে ইথিওপিয়ায় ধস, বন্যা, হড়পা বানের ঘটনা ঘটেই। উগান্ডা থেকে কেনিয়া পর্যন্ত একাধিক অঞ্চলে ধসের ঘটনায় শতাধিক প্রাণহানির সাক্ষী থেকেছে পূর্ব আফ্রিকা। চলতি বছরে বর্ষায় ভারি বৃষ্টি শুরু হতেই ভয়াবহ ধসে বিধ্বস্ত হল ইথিওপিয়া।
তথ্যসূত্র: আজকাল অনলাইন