এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা

আপডেট: মে ৮, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


এতদিন বাংলাদেশ ব্যাংক হতে বলা হচ্ছিল ডলারের সংকট কমে আসবে। শিগগির আসবে স্থিতিশীলতা।
এখন বাংলাদেশ ব্যাংকই এক লাফে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে সাত টাকা। ১১০ টাকার ডলার তারা নির্ধারণ করে দিয়েছে ১১৭ টাকা।

বুধবার (৮ মে) এক সার্কুলার জারির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নতুন এ দাম ঘোষণা করে।
ডলারের এই দাম বাড়ানোর ফলে পণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়।

ব্যবসায়ীরা মনে করছেন, ডলারের এ দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়তে পারে। তারা বলেন, এতদিন ডলার পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পাওয়া যাচ্ছিল এবং দাম তুলনামূলক কম ছিল। এখন একসঙ্গে সাত টাকা বাড়ানোর ফলে আমদানি ব্যয় বাড়বে, বাড়বে পণ্যের দাম। একই সঙ্গে বাড়বে মূল্যস্ফীতি।
তথ্যসূত্র: বাংলানিউজ

Exit mobile version