সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।
রোববার শহরের খোর মাকসার এলাকার একটি সামরিক ঘাঁটিতে বেতন তুলতে জড়ো হওয়া সেনাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়; এতে আরো ৪০ জন আহত হয়েছেন, জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
গত সপ্তাহে কাছাকাছি একটি এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) চালানো অপর একটি আত্মঘাতী বোমা হামলায় ৫০ সেনা নিহত হয়েছিলেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার নির্বাসনে সৌদি আরবে অবস্থান করছে। দেশটির অধিকাংশ এলাকা শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্র দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের নিয়ন্ত্রণে।
রাজধানী সানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে নির্বাসিত সরকারের প্রশাসন। কিন্তু শহরটিতে অবস্থানরত সরকারি বাহিনী প্রায়ই জঙ্গিদের আত্মঘাতী হামলার শিকার হচ্ছে।- বিডিনিউজ