শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মারিয়া রিতু
রাত, আর কত ?
যে চোখ দিন দেখেছে
তার কাছে রাত ক্ষণস্থায়ী।
তবু, যারা জোর করে রাত নামায়
প্রেমের পৃথিবীকে করে অন্ধকার
যুগল কথার মাঝে টেনে দেয় পর্দা
তারা কখনোই আমাদের নয়
তারা কখনো আমাদের হয়?
আমরা ভালোবেসে ফোটাই ফুল
আনি, কবোষ্ণ ঠোঁটের ভাঁজে প্রেম
শান্তির বীজ। যার পরিণতি
শুধুই, স্বস্তি। শুধুই অঙ্কুর, আরামের