এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বাংলাদেশের উৎস-সাবিহার জয়

আপডেট: নভেম্বর ২৮, ২০১৬, ৯:৫১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার প্রথম দিনে বালক এককে জিতেছেন বাংলাদেশের উৎস জুনাইদ। একইভাবে বালিকা এককে জিতেছেন ফাবিহা লামিসা সূচনা। দুজনেই পৌঁছেছেন পরবর্তী রাউন্ডে।
গতকাল সোমবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের অনূর্ধ্ব-১৪ বিভাগের খেলায় ভারতের লেস্টন ভাস ৪-৬, ৭-৬, ৬-৪ গেমে বাংলাদেশের রুমান হোসেনকে, বাংলাদেশের উৎস জুনাইদ ৬-০, ৬-১ গেমে ভারতের সাইন তোকাশকে, কোরিয়ার ডোজেন পাক ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের মো. সাকিবকে, বাংলাদেশের জুয়েল রানা ৬-৩, ৬-৩ গেমে স্বদেশি ফরিদুর রেজাকে, বাংলাদেশের সৈকত শাহরিয়ার ৪-৬, ৭-৬, ৬-৪ গেমে স্বদেশি মো. ফরহাদ ইসলামকে, বাংলাদেশের মো. জাহিদ ৭-৫, ৬-২ গেমে স্বদেশি রাকিব হোসেনকে, সিংগাপুরের তিমোথি লিম ৬-২, ৬-২ গেমে কোরিয়ার জিয়ং ইউ কিমকে এবং লাউসের ফাঠিকন কানিয়াফান ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের সাইফুল মিজানকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।
বালিকা এককে বাংলাদেশের ফাবিহা লামিসা সূচনা ৬-৩, ৬-০ গেমে সিংঙ্গাপুরের দেবরাহ ইউ জুন লিমকে, বাংলাদেশের সুস্মিতা সেন ৬-১, ৬-২ গেমে স্বদেশি সুমাইয়া হোসেনকে এবং কোরিয়ার ইউন জি জাং ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের মাসফিয়া আফরিনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান।