সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
একটি ওয়েবসাইটে সফলতা নির্ভর করে এর ভিজিটর সংখ্যা বা ট্রাফিক-এর উপর। ট্রাফিক যত বেশি হবে সেই ওয়েবসাইটটির ভ্যালু ততই বৃদ্ধি পাবে। এই ট্রাফিক বৃদ্ধি করার কিছু শীর্ষ কৌশল রয়েছে।
প্রথমত আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে ও তা অনলাইনে বিতরণ বা ছড়িয়ে দিয়ে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর কোনো বিকল্প নেই। মূলত এটাই সর্বাধিক প্রচলিত ও সেরা কৌশল। এই পদ্ধতিতে সর্বাধিক ফলাফল পেতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করা যেতে পারে। যেমন সাম্প্রতিক আলোচিত কোনো বিষয়কে ঘিরে একটি YouTube ভিডিও তৈরি করে বিভিন্ন ব্লগ, ফোরাম, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ছড়িয়ে দেয়া ট্রাফিক বৃদ্ধির একটি ভালো কৌশল।
আরও একটি কৌশল হলো মূল ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু অন্যান্য বিষয়ের ওয়েবসাইট বা প্রকল্প হাতে নেয়া এবং সেখান থেকে মূল ওয়েবসাইটটিতে ট্রাফিক আনার চেষ্টা করা। এগুলোকে পার্শ্ব প্রকল্প বলা যেতে পারে।
এছাড়া প্রতিযোগী ওয়েবসাইটগুলির কম প্রতিযোগিতামূলক কি-ওয়ার্ডগুলি খুঁজে বের করা এবং কন্টেন্টে ভালো কি-ওয়ার্ড ব্যবহার করা, সঠিক উপায়ে ব্যাকলিংক তৈরি করা, আকর্ষণীয় ও কৌতুহলোদ্দীপক টাইটেল জেনারেট করা ইত্যাদি ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়িয়ে তুলতে সাহায্য করে।