কমার্স ব্যাংকের পর্ষদেও পরিবর্তন আসছে: অর্থমন্ত্রী

আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১১:২৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ইসলামী ব্যাংকের পর এবার কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।
সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। এখন কমার্স ব্যাংকে পরিবর্তন আসবে।”
মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় কয়েক ধাপে পরিবর্তন আনার মধ্যে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৪০তম সভায় শীর্ষ পদে বড় পরিবর্তন আনা হয়। এর মধ্যে সিলেটে এ অনুষ্ঠানে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনের কথা জানালেন অর্থমন্ত্রী।
দেশে এবার রেকর্ড পরিমাণ ৮৫ লাখ কিলোগ্রাম চা উৎপাদন হয়েছে; যা দেশের চাহিদার সমতুল্য বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, “এখন আমরা দেখছি এটা কোনো কারণে হয়েছে; না কি রিয়েল ইমপ্রুভমেন্ট।
তাই বিদেশ থেকে চা আমদানি এখনই বন্ধ করা যাবে না। এ উৎপাদন সাস্টেইনেবল হলে বিদেশ থেকে চা আমাদানি করা হবে না।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামভজন কৈরী ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ