কাবাডি বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ

আপডেট: অক্টোবর ১৯, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
আর্জেন্টিনাকে ৬৭-২৬ পয়েন্টে হারিয়ে কাবাডি বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ। গতকাল বুধবার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত এ খেলায় বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ৩২-১৫ পয়েন্টে। এরআগে বাংলাদেশ ৫২-১৮ পয়েন্টে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল। তবে পরের ম্যাচে ভারতের কাছে ৫৭-২০ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে দুর্ভাগ্যজনকভাবে ৩৫-৩২ পয়েন্টে না হারলে সেমিফাইনালেই খেলতো লাল-সবুজ শিবির।

 

 

খেলার শেষ তিন মিনিটে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকেও বাংলাদেশ হেরে যায় ওই ম্যাচ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপটের ৮০-৮ ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশ জয়ের ধারায় ফেরে। বাংলাদেশের শেষ ম্যাচে আর্জেন্টিনাও রক্ষা পায় নি। তাদের বিপক্ষে জয় দিয়েই কাবাডি বিশ্বকাপ ২০১৬ শেষ করলো লাল-সবুজ শিবির।-বাংলাট্রিবিউন