কাশিয়াডাঙ্গা মন্দিরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


পবা উপজেলার কাশিয়াডাঙ্গা কালি মাতার মন্দিরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের (সাবেক) এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিয়াডাঙ্গা কালি মাতার মন্দির কমিটির সভাপতি শ্রী মনি মন্ডল, সহ-সভাপতি শ্রী কালু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী সনেত ঘোষ, অর্থ সম্পাদক পলাশ শিং, প্রচার সম্পাদক মিঠন দাস, সদস্য লিটন হলদার, সদস্য কাঞ্চন শিং প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সাধারণ সম্পাদক ইমাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার আমীর মাওলানা মো. ফরিদ উদ্দীন আক্তার, মসজিদ মিশন একাডেমীর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক শাহাদাৎ হোসাইন।

আলোচনা সভায় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘মহাগ্রন্থ আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য রচিত হয়েছে। যেখানে সাম্প্রদায়িক সম্প্রতি, প্রতিবেশীর কথা বলা হয়েছে।প্রতিবেশী মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানসহ যে কোনো জাতি-গোষ্ঠী প্রতিবেশী রয়েছে, পবিত্র আল কোরআনে তাদের হক নষ্ট না করার কঠোরভাবে নির্দেশনা রয়েছে। এই কোরআনই কেবল শান্তির কথা বলে, শান্তি বজায় রাখে। এই ক্ষেত্রে সমাজে কোরআনের বিধান কায়েম হলে ধর্মের বৈষম্য থাকবে না।’

তিনি আরো জানান, ‘জামায়াতে ইসলামী বারবার প্রমাণ দিয়েছে, জামায়াতে ইসলামীর হাতে দেশের, সমাজের সব মানুষ নিরাপদ এবং সব মানুষ নাগরিকের মর্যাদার অধিকারী। কেউ সংখ্যালঘু নয়।’

উল্লেখ্য, এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী সম্ভাব্য সদস্য প্রার্থীদের শিক্ষাশিবিরের উদ্বোধন করা হয়েছে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার আমীর মাওলানা মো. ফরিদ উদ্দীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, মসজিদ মিশন একাডেমীর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক শাহাদাৎ হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার তারবিয়াত সম্পাদক মাওলানা মোহা. মুখলেসুর রহমান।