বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরের কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসিই পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
এইচএম কামরুজ্জামানের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, ইউআর সি ইন্সট্রাক্টর শফিউল ইসলাম, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মহসিন আলী, কেশরহাট মহিলা কলেজের প্রদশক আবুল কালাম আজাদ, কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন, কেশরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আক্তার মুক্তা এবং কর আদায়কারি দেলোওয়ার হোসেন।