রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সার্কেল বি বার রিজার্ভ ফরেস্টের একটি লেকে প্রায় ৮০০ পাউন্ড ওজনের একটি কুমির দেখা গেছে। কিম জোইনার নামে এক দর্শনার্থীর ক্যামেরায় গত রোববার বিকেলে দৈত্যকায় এ কুমিরটি ধরা পড়ে। কুমিরটি প্রায় ১২-১৪ ফুট লম্বা। তবে এটি কত বছর বয়স্ক সে সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায় নি।
কিম জোইনার বিশালকায় ওই কুমিরটির ছবি তোলার পাশাপাশি সেটির ভিডিওচিত্রও ধারণ করেন। পরে তিনি এগুলো তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। ফেসবুকে শেয়ার করার পর ভিডিওচিত্র ও ছবিটি ভাইরাল হয়ে যায়। অনেকে এখন সার্কেল বি বার রিজার্ভ ফরেস্টে কুমিরটিকে এক নজর দেখার জন্য ভীড় করছেন। ঘটনা প্রসঙ্গে কিম বলেন, ‘সেদিন আমি লেকের ধারে একটি রাস্তা ধরে হাঁটছিলাম। হঠাৎ দেখি দৈত্যকায় একটি প্রাণী আমার ঠিক সামনে দিয়ে রাস্তাটি আড়াআড়িভাবে পার হচ্ছে। দৃশ্যটি দেখে আমি অনেক ভড়কে গিয়েছিলাম। সাথে সাথে আমি ক্যামেরা বের করে ছবি তুলি এবং ঘটনার ভিডিও করি। পরে আমি ওই ছবি এবং ভিডিও ফেসবুক ওয়ালে শেয়ার করি।’
কিম আরো বলেন, ‘আমি সার্কেল বি বার রিজার্ভ ফরেস্ট অনেক পছন্দ করি এবং সেখানে মাঝে মধ্যে যাই। কুমিরের যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে কোনো ফটোশপের কারসাজি নেই। আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় কুমির।’
পার্ক কর্তৃপক্ষের মতে, হাম্পব্যাক নামে এই কুমিরটি প্রায় ১২-১৪ ফুট লম্বা। এটির ওজন ৮০০ পাউন্ডের বেশি। কুমিরটি ফরেস্টের লেকে দীর্ঘদিন থেকে বাস করলেও সচরাচর এটি ডাঙ্গায় ওঠে না।