খালেদাকে হত্যাচেষ্টা: অভিনেতা জায়েদ খান, জয় ও সাজু খাদেমের বিরুদ্ধে মামলা

আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
নয় বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম।


ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন।
আসামির তালিকায় আরও রয়েছেন- সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সাবেক ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস ও সাঈদ খোকন, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শাবান মাহমুদ।

মামলার অভিযোগে বলা হয়, “২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে আসামিরা অস্ত্রনিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরের ১২/১৪টি গাড়ি ভাঙচুর, চারটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়।

“হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।”

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ