গরু কিনলে খাসি ফ্রি

আপডেট: জুন ১, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর বাগমায় ৪০ মণের দুটি বিশাল আকৃতির গরু রয়েছে ইন্তাজ আলীর গোয়ালে। উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের কৃষক ইন্তাজ আলীর গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে চার বছর ধরে লালন পালন করে আসছেন শনি-রবি নামের গরু দুটি। এই গরু দুটি কিনলে বিক্রেতা ইন্তাজ আলী ক্রেতাকে দেবেন দুটি খাসি উপহার।

জানা গেছে, ফিজিয়ান জাতের গরু দুটির বয়সের পার্থক্য ১৫ দিনের। তাদের মধ্যে একজনের জন্ম হয় শনিবারে অপর জনের জন্ম হয় রবিবারে। পুরো শরীর কালো রঙের সাথে সাদা সাদা ডোরাকাটা।

ইন্তাজ আলী বলেন, জমির ঘাস, খৈল, বিভিন্ন ভুষিসহ খড় খাওয়ানো হয়। একেকটির ওজন প্রায় ২০ থেকে ২২ মণ করে। দাম চাওয়া হচ্ছে ১০ লাখ করে ২০ লাখ টাকা। তবে আলোচনার সুযোগ রয়েছে।

গরু দেখতে আসা পাশের গ্রামের ভুট্টু মিয়া বলেন, বাগমারার সবচেয়ে বড় গরু এগুলো। বাড়িতে লালন-পালন করার কারণে এর মাংসও অনেক ভালো হবে। তাই আশেপাশের এলাকার সবাই মুখে মুখে ইন্তাজ আলীর এই দুটি গরুর কথা। তারা দীর্ঘদিন থেকে অনেক যত্ন করে গরু দুটি লালন পালন করে আসছেন।

গরুর মালিক ইন্তাজ আলী আরও বলেন, ইদুল আযহায় যেহেতু অনেক বড় বড় গরু বিক্রি হয়ে থাকে সেজন্য ধারণা করছি, এই ইদে আমার গরু দুটি বিক্রি হবে।

বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব এর মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেন নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ