‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’

আপডেট: মে ২, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ

খাবারের আশায় ফিলিস্তিনি শিশু। ছবি: এপি

সোনার দেশ ডেস্ক :


অবরুদ্ধ গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে বাস করছেন। বুধবার (১ মে) তাদের এই অবস্থার কথা জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। ধারণা করা হচ্ছে, গাজায় প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

মিডিয়া অফিস আরও জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ৯৫ শতাংশের বেশি ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি শ্রমিকদের নিষ্ঠুর ও অমানবিক পরিস্থিতির জন্য ইসরায়েল ও মার্কিন কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে গাজার সরকার।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Exit mobile version