গুগলের বিরুদ্ধে ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা

আপডেট: মার্চ ১, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গোষ্ঠী মামলা করেছে। গুগলের বিজ্ঞাপনপ্রযুক্তির কারণে তাদের ক্ষতি হচ্ছে অভিযোগ করে ২৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছে মিডিয়া গোষ্ঠীগুলি।
তার মধ্যে রয়েছে বুলগেরিয়া,অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের মিডিয়া সংস্থা।

মিডিয়া গোষ্ঠীর তরফে আইনজীবীদের সংস্থা জেরাডিন পার্টনার্স অ্যান্ড স্টেক বলেছে, যেসব কোম্পানি গুগলের বিরুদ্ধে মামলা করেছে, তারা বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুগলের ব্যবসায়িক নীতির জেরেই এটা হয়েছে।

গুগলের পক্ষে বলা হয়েছে, মামলাটি অনুমানভিত্তিক। গুগল ইউরোপের প্রকাশকদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয় এবং তাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে ওঠে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন