গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১২:৩৬ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি



রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার সমাসপুর গ্রামের লুৎফার রহমানের ছেলে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি সত্যতা নিশ্চিত করে বলেন, রেজাউল করিম সাইকেলে করে টিন নিয়ে যাচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ