মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড়কেজি হেরোইনসহ তোহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তোহিদুল গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার খোরশেদ আলমের ছেলে।
গতকাল শনিবার বিকেলে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তৌহিদুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বাড়ি থেকেই জব্দ করা হয় প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের দেড় কেজি হেরোইন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, শনিবার সন্ধ্যায় তৌহিদুলকে হেরোইনসহ থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলাও করা হয়েছে।