রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামী জালসায় সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিতে সহযোগিতা করার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বাসুদেবপুর ইউনিয়নের পাহাড়ারপুর নামাজগ্রাম ঈদগাহ্ মাঠে ইসলামী জালসার আয়োজন করা হয়। ইসলামী জালসার প্রধান বক্তা খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষক শায়খ ইমান হাসান নাসেরী সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘দাঁড়ি ও টুপিওয়ালা লোকদের রাখবে না। ইসলামী পরিচয় হল দাঁড়ি ও টুপি। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে জিহাদে অংশগ্রহণ করে ইসলাম কায়েম করতে হবে।’ রাতে এমন বক্তব্যের সংবাদ শুনে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসেরী দ্রুত মঞ্চ ত্যাগ করে। তবে এ বক্তব্য দিতে শায়খ ইমান হাসান নাসেরীকে সহযোগিতা করার অভিযোগে ইসলামী জালসা আয়োজন কমিটির সভাপতি ও বাসুদেবপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খইবুর রহমান লিটন ও বাসুদেবপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, ইসলামী জালসায় বক্তব্য প্রদানকারী শায়খ ইমান হাসান নাসেরী ও আটককৃত দুই জনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে। জালসায় বক্তব্য প্রদানকারী প্রধান আসামী শায়খ ইমাম হাসান নাসেরীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এ প্রসঙ্গে গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম বলেন, জেলার বাইর থেকে বক্তারা এসে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এ অঞ্চলের সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এজন্য বাইরে থেকে বক্তাদের না আনার জন্য জেলা প্রশাসক তাদেরকে নির্দেশ প্রদান করেছেন।