সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেরোইন চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফুলতলা পদ্মা নদীর চর নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে এক কেজি হেরোইন জব্দ করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দ করা হেরোইনগুলোর আনুমানিক দাম ২০ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি।