গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে স্বাস্থ্য বিভাগের উঠান বৈঠক

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে তৈরি শিশুর পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা বারোটায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আনারপুর কমিউনিটি ক্লিনিকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক গোমস্তাপুরের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) সহযোগিতায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, টিকাপ্রদানকারী (ইপিআর) মনিরুল ইসলাম,মাঠকর্মী গোলাম মওলা, স্বাস্থ্য পরিদর্শিকা উম্মে কুলসুমসহ অন্যরা। আলোচনা মা ও শিশুদের মধ্যে পরিপূরক খাবার পরিবেশন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ