গোমস্তাপুরে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮ ইউনিয়নসহ এক পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে এইগুলো বিতরণ করা হয়। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকেরা এই প্রণোদনা পেয়েছেন।

পরে একইস্থানে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা ও উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষিকর্তা ফজলুর রহমানসহ কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলায় এবার এক হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হবে। প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। উদ্বোধনীর দিনে বোয়ালিয়া ইউনিয়নের সুবিধাভোগী কৃষকের মধ্যে এগুলো তুলে দেওয়া হয়। পর্য়ায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও রহনপুর পৌরসভার এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে তিনি জানান।