গোমস্তাপুরে সচেতনামূলক মেলা সমাপ্ত

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন দিনব্যাপী স্যানিটেশন বিষয়ে এক সচেতনামূলক মেলা সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে রোকনপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করেন কারিতাসের মাঠ কর্মকর্তা মোজাম্মেল হক। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর। বক্তব্য দেন, গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার গোলাম রসূল বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ওয়াস, এসডিসি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় ৫০টি স্টল অংশ গ্রহণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ